প্রকাশিত: Sat, Jun 24, 2023 8:53 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

ইউক্রেন যুদ্ধের মধ্যে ইভজেনির অভ্যুত্থান চেষ্টা আমাদের পিঠে ছুরিকাঘাত: পুতিন

রাশিদুল ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, আমরা আমাদের দেশকে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করব। ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইভজেনি প্রিগোজিনের বিদ্রোহের চেষ্টা রাশিয়া এবং এর জনগণের সাথে বিশ্বাসঘাতকতার সমান। আইন প্রয়োগকারী সংস্থাগুলি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেবে। আরটি

পুতিন বলেন, মস্কো নব্য-নাৎসি এবং তাদের প্রভুদের কাছ থেকে আগ্রাসন প্রতিহত করার সময় তার ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি ঐতিহাসিক সংগ্রামে নিযুক্ত রয়েছে। আমরা আমাদের জনগণের জীবন ও নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করছি। রাশিয়া টিকে থাকার এবং টিকে থাকার অধিকারের জন্য। তিনি তার সহকর্মী ও রুশ নাগরিকদের বাহিনীতে যোগ দেওয়ার এবং বিদেশী প্রতিপক্ষের দ্বারা শোষিত হতে পারে এমন সমস্ত বিভাজনকে দূরে রাখার আহ্বান জানান। 

পুতিন বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়েছে। মস্কো অঞ্চল এবং অন্যান্য বেশ কয়েকটি এলাকায় সন্ত্রাসবিরোধী ব্যবস্থা চালু করা হয়েছে। দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডনে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। 

আগের দিন বেশ কয়েকটি মিডিয়া আউটলেট শহরের চারপাশে ট্যাঙ্কের ঘোরাঘুরির ক্লিপ শেয়ার করে জানায়, অজ্ঞাত সৈন্যরা রাস্তায় টহল দিচ্ছে। পুতিন তাদের লক্ষ্য করে বলেন, যারা বিদ্রোহে আকৃষ্ট হচ্ছেন তাদের একমাত্র সঠিক পছন্দ করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেছেন, রাশিয়ান বাহিনী ওয়াগনার গ্রুপ ক্যাম্পে একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি অঙ্গীকার করেন, এ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, এটি তথ্যের উস্কানি। এছাড়া রুশ কর্তৃপক্ষ সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানানোর অভিযোগে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব